আগারগাঁওয়ে প্রাথমিক চিকিৎসা ও জনসচেতনতা কার্যক্রমে কোস্ট গার্ড
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১৭:১৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আগারগাঁওয়ে “তারুণ্যের উৎসব ২০২৫” শীর্ষক প্রাথমিক চিকিৎসা বিষয়ক আলোচনা সভা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি কোস্ট গার্ড জনসেবায় বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ড পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ ২৭ অক্টোবর ২০২৫ তারিখ সোমবার সকাল ১০ টায় কোস্ট গার্ড ঢাকা জোন কর্তৃক ঢাকার শেরে বাংলা নগর থানাধীন শ্যামলী এলাকায় দারুল ইহদা মডেল মাদ্রাসায় “তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক প্রাথমিক চিকিৎসা বিষয়ক আলোচনা সভা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত সভায় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
আমার বার্তা/এমই
