ই-পেপার রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

৫ দাবিতে দৃষ্টি প্রতিবন্ধী চাকরিপ্রত্যাশীদের শাহবাগে অবস্থান কর্মসূচি

আমার বার্তা অনলাইন:
০১ নভেম্বর ২০২৫, ১৬:১৫

দুই বছর পরপর বিশেষ নিয়োগের স্থায়ী ব্যবস্থাসহ পাঁচ দফা দাবিতে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে দৃষ্টি প্রতিবন্ধী চাকরিপ্রত্যাশীরা।

শনিবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে তাদের অবস্থান নিতে দেখা যায়।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক সম্পন্ন করা দৃষ্টি প্রতিবন্ধী চাকরিপ্রত্যাশী গ্র্যাজুয়েটরা দীর্ঘদিন ধরে বেকারত্বের শিকার। ২০১৮ সালের পর থেকে প্রতিবন্ধীদের জন্য কোনো বিশেষ সরকারি নিয়োগ কার্যক্রম না হওয়ায় এ সংকট আরও বেড়েছে। তারা জানান, ১৯ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

তারা বলেন, আমাদের দাবি শুধু কর্মসংস্থানের নয়, এটি সমঅধিকার ও মানবিক মর্যাদার প্রশ্ন। শিক্ষক সমাজ, প্রশাসন ও সাধারণ মানুষের নৈতিক দায়িত্ব প্রতিবন্ধী নাগরিকদের পাশে দাঁড়ানো।

দৃষ্টি প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের দাবিগুলো হলো:

১. প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

২. প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রতি দুই বছর পর পর বিশেষ নিয়োগের স্থায়ী ব্যবস্থা দিতে হবে।

৩. বিদ্যমান অভিন্ন জাতীয় শ্রুতিলেখক নীতিমালা সংশোধন করতে হবে।

৪. সমাজসেবা অধিদপ্তরের অধীনে ব্রেইল পদ্ধতিতে পাঠদানসংক্রান্ত সম্মানিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম ও পিএইচটি সেন্টারগুলোর শূন্য পদে দৃষ্টি প্রতিবন্ধী চাকরিপ্রত্যাশীদের জন্য বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে।

৫. সরকারি চাকরিতে প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদনযোগ্য বয়সসীমা ৩৫ বছর করতে হবে।

চাকরিপ্রত্যাশীরা বলেন, শিক্ষক সমাজ, বুদ্ধিজীবী ও মানবাধিকারকর্মীরা প্রতিবন্ধী চাকরিপ্রত্যাশীদের আন্দোলনে নৈতিক সংহতি প্রকাশ করবেন সাধারণ জনগণ মানবিক বিবেচনায় এই আন্দোলনের পাশে দাঁড়াবেন কারণ প্রতিবন্ধী নাগরিকদের অধিকার মানে জাতির ন্যায়বিচারের প্রতিষ্ঠা। আমাদের আন্দোলন চলমান। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

চাকরিপ্রত্যাশীরা বলেন, শিক্ষক সমাজ, বুদ্ধিজীবী ও মানবাধিকারকর্মীরা যেন প্রতিবন্ধী চাকরিপ্রত্যাশীদের আন্দোলনে নৈতিক সংহতি জানান। আমাদের আশা, মানবিক বিবেচনায় সাধারণ জনগণও এই আন্দোলনের পাশে দাঁড়াবেন, কারণ প্রতিবন্ধী নাগরিকদের অধিকার নিশ্চিত করা মানে জাতির ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজু ভাস্কর্যে তাদের অবস্থান কর্মসূচি চলবে বলে জানান তারা।

উল্লেখ্য, একই দাবিতে গত ১০ দিন ধরে রাজু ভাস্কর্যের সামনে লাগাতার অবস্থান করছেন তারা।

আমার বার্তা/এল/এমই

আন্দোলনের নামে সড়ক অবরোধে ঢাকার যানজট বাড়ছে: ডিএমপি

রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলনের কারণে যানজট বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর

বিভিন্ন আন্দোলনে রাজধানীতে যানজট, ডিএমপির দুঃখ প্রকাশ

বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে আজ রোববার (২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সংগঠন ও

মোহাম্মদপুরে বাসায় ফেরার পথে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

রাজধানীর মোহাম্মদপুরে রাসেল নামে ৩৪ বছর বয়সী অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত

ঢাকায় তিন দিনব্যাপী পর্যটন মেলার শেষ দিন আজ

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা কলি প্রতীক মেনে নেবে এনসিপি

স্থিতিশীলতার জন্য বর্জন নয়, প্রয়োজন সহযোগিতা: ওমান পররাষ্ট্রমন্ত্রী

৩০০ আসন ধরে এগোচ্ছি, প্রার্থী তালিকা এ মাসেই দিতে পারি: নাহিদ

দীর্ঘ ১৬ বছর পর ফের চালু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা

খাবার টেবিলে যুবককে গুলি করে হত্যা, হাসপাতালে ৩

ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের সোচ্চার হতে বললেন ওবামা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু

এফবিসিসিআইর প্রশাসকের দায়িত্ব নিলেন অতিরিক্ত সচিব আবদুর রহিম

পরিবেশবান্ধব 'গ্রিন বিল্ডিং' নির্মাণ এখন সময়ের দাবি: রিজওয়ানা হাসান

পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা তৈরির আহ্বান

আমরা এক পয়সার দুর্নীতি করতে দিব না: আখতার

দেশীয় কর্মসংস্থান ও হুন্ডি বন্ধে এয়ারলাইন্স জিএসএ নিয়োগ আইন বহাল দাবি

ঢাকায় আলজেরিয়া দূতাবাসের স্বাধীনতা বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন

গণ অধিকার পরিষদের ইবতেদায়ি শিক্ষকদের পাশে থাকার আশ্বাস

দোষী বা নির্দোষের বাইরে ইনুর বক্তব্য আমলে নেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা

মেডিকেল ভর্তিতে জিপিএ কমলেও ‘শর্তে’ কপাল পুড়ছে ভর্তিচ্ছুদের

পুলিশি বাধার মুখে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের লংমার্চ

দুবাই থেকে দেশে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার ৫৭ মামলার আসামি

পঞ্চগড়ে স্বাস্থ্য সহায়তা তহবিলে ১০ লাখ দিল জামায়াত ইসলামী