কেরানীগঞ্জ থানায় আগুন
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ২৩:৫৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

ঢাকা দক্ষিণের কেরানীগঞ্জ থানার একটি ডাম্পিং এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ নভেম্বর) রাত প্রায় ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার জানিয়েছেন, “রাত ১০টার দিকে কেরানীগঞ্জ দক্ষিণ থানার ডাম্পিং এলাকায় আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আগুনের অবস্থা ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী এটি সম্ভবত উদ্দেশ্যপ্রণোদিত অগ্নিসংযোগ। ঘটনাস্থলে দুইটি ফায়ার সার্ভিস ইউনিট তৎপর হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”
এক প্রত্যক্ষদর্শী নারী জানান, “অগ্নিকাণ্ডের সময় আমি চিৎকার করছিলাম। তখন দেখেছি দুইজন ব্যক্তি দৌঁড়ে পালাচ্ছে। রাতের অন্ধকারে তাদের চেহারা ঠিকমতো দেখা যায়নি।”
অন্যদিকে, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন বলেন, “আমরা ঘটনাটি যাচাই করেছি। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে আবর্জনা থেকে আগুন লেগেছে। তবে শেষ পর্যন্ত তদন্ত রিপোর্টে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।”
অগ্নিকাণ্ডে একটি লেগুনা পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা না হলে আরও বড় ক্ষয়ক্ষতি হতো। পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
