বিশ্বের অর্থোপেডিক বিশেষজ্ঞদের মিলনমেলা অনুষ্ঠিত হবে ঢাকায়

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১৯:০৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

দেশি-বিদেশি প্রায় দুই হাজার অর্থোপেডিক বিশেষজ্ঞের অংশগ্রহণে আগামী রোববার ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন বসকন-২০২৫ বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির আয়োজনে এই সম্মেলনে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও জাপানসহ বিভিন্ন দেশের চিকিৎসক ও গবেষকরা তাদের অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞান বিনিময় করবেন। সম্মেলনের মূল লক্ষ্য হলো বাংলাদেশে অর্থোপেডিক রোগীদের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ চিহ্নিত করা।

শুক্রবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সম্মেলনের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সদস্য সচিব ডা. এরফানুল হক সিদ্দিকী।

তিনি জানান, সম্মেলনটি দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এবং ১ ডিসেম্বর সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ আয়োজন চলবে। 

সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। এছাড়াও স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান, বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

আমার বার্তা/এল/এমই