ধানমন্ডিতে উদ্বোধন হলো “Balleza by Tanisha” বিউটি পার্লার ও ফিটনেস জিম
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৫ | অনলাইন সংস্করণ
মনিরুজ্জামান অপূর্ব:

রাজধানীর ধানমন্ডিতে ৩০ নভেম্বর রোববার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আধুনিক সৌন্দর্যচর্চা ও স্বাস্থ্যসচেতনতার সমন্বয়ে গড়ে ওঠা নতুন বিউটি পার্লার ও ফিটনেস জিম “Balleza by Tanisha”।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলিম, দিয়ামনি ই কমিউনিকেশন এর চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব , Miss & Mrs. Elegance Bangladesh-এর সিইও মোঃ ইকবাল হোসেন, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তার ও বিউটি প্রেজেন্টের বিজয়ীরা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন পরিচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ব্লগার।
তাদের উপস্থিতিতে জমে উঠে উদ্বোধনী অনুষ্ঠান, যা পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
Balleza by Tanisha সৌন্দর্যচর্চা, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকওভার সার্ভিসের পাশাপাশি আধুনিক সুবিধাসম্পন্ন জিমের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করবে। নারী-পুরুষ সবার জন্য আলাদা সেকশন ও বিশেষায়িত সেবা রাখার পরিকল্পনাসহ শুরু হলো তাদের এই নতুন যাত্রা।উদ্বোধন উপলক্ষে রয়েছে বিশেষ অফার, যা সীমিত সময়ের জন্য প্রযোজ্য।
আমার বার্তা/এমই
