কামরাঙ্গীরচরে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে এক শ্রমিক নিহত
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

রাজধানীর কামরাঙ্গীরচর থানার বড়গ্রাম মাতবর বাজার হারিকেন ফ্যাক্টরির সামনে দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে ছুরিকাঘাতে মো. রকি (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী রানা জানান, নিহত রকি পেশায় একজন শ্রমিক বলে আমরা জানতে পেরেছি। তিনি একটি ফ্যাক্টরিতে কাজ শেষে রাতে বাসায় ফিরছিলেন। ওই সময় বড়গ্রাম মাতবর বাজার হারিকেন ফ্যাক্টরির সামনেই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছিল। তখন রকি দৌড়ে পালিয়ে যাওয়ার সময় অজ্ঞাত ব্যক্তিরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই পথচারী জানান, নিহত রকির বাড়ির ঠিকানা এখনো পাওয়া যায়নি। তিনি কামরাঙ্গীরচর বড়গ্রাম চেয়ারম্যান মোড় এলাকায় থাকতেন বলে জানা গেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আমার বার্তা/এল/এমই
