বিমানবন্দর এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

বিমান চলাচলের নিরাপত্তার জন্য বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা, বিমান চলাচল রুট, প্রশিক্ষণ, উড্ডয়ন ও অবতরণ এলাকায় সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে বেবিচকের জনসংযোগ কর্মকর্তা কাউসার মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন বিমান চলাচলের সুরক্ষা ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। ড্রোনের অনিয়ন্ত্রিত ব্যবহার উড্ডয়ন ও অবতরণের সময় বিমানের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি তৈরি করতে পারে, যা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। এ ধরনের কার্যক্রম ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা, ২০২০-এর সুস্পষ্ট লংঘন বলেও উল্লেখ করা হয়।
বেবিচক আরও জানায়, সাম্প্রতিক সময়ে ড্রোন ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এই সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশেষ করে বিমানবন্দরসংলগ্ন ও বিমান চলাচলের গুরুত্বপূর্ণ রুটে ড্রোন উড্ডয়ন মারাত্মক ঝুঁকি তৈরি করে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তবে বিশেষ প্রয়োজনে ড্রোন উড্ডয়ন একান্ত প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছ থেকে ছাড়পত্র গ্রহণ করতে হবে।
এরপর সেই ছাড়পত্রসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাই করে কর্তৃপক্ষ প্রয়োজনীয় বিবেচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ ছাড়া কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ড্রোন উড্ডয়ন করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে। এ বিষয়ে সব নাগরিক, গণমাধ্যমকর্মী, ভিডিও নির্মাতা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ড্রোন অপারেটরদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বেবিচক আশা প্রকাশ করছে, বিমান চলাচলের সার্বিক নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট সব ব্যক্তি ও প্রতিষ্ঠান এ নির্দেশনা মেনে চলবে এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করবে।
আমার বার্তা/জেএইচ
