ঢাকায় অবস্থিত মরক্কো রাজ্যের দূতাবাসের শুভেচ্ছা বার্তা
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১৬:১১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

নতুন বছরের শুরুতে, আমি দৈনিক আমার বার্তার সম্পাদক জসীম উদ্দিন এবং উপ-সম্পাদক, রানা এস এম সোহেল, সম্পাদকীয় কর্মী এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাতে পেরে আনন্দিত।
মরক্কো এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে এবং ২০২৬ সাল আমাদের সহযোগিতা বৃদ্ধির জন্য আশাব্যঞ্জক সম্ভাবনা নিয়ে আসছে।
সংলাপকে উৎসাহিত করার এবং সহযোগিতার পথ তুলে ধরার ক্ষেত্রে আমার বার্তার মূল্যবান অবদানকে আমি স্বীকৃতি জানাতে এই সুযোগটি গ্রহণ করতে চাই।
নববর্ষ সকলের জন্য শান্তি, সাফল্য এবং সমৃদ্ধি বয়ে আনুক।
আন্তরিকভাবে,
বোছাইব এজ-জাহরি
চার্জ ডি'অ্যাফেয়ার্স
মরক্কো রাজ্যের দূতাবাস
আমার বার্তা/এমই
