পল্টনে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১৭:৩১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

রাজধানীর পল্টনের গোলাপ শাহ্ মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় সালেহা বেগম (৭৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মমিন জানান, খবর পেয়ে গোলাপ শাহ্ মাজারের সামনে থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজনের বরাতে পুলিশ জানায়, সকালে রাস্তা পার হওয়ার সময় দোহার-নবাবগঞ্জ পরিবহনের (ঢাকা মেট্রো-গ-১৫-১৫৫৫) একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই সালেহা বেগমের মৃত্যু হয়। নিহত ওই নারী গোলাপ শাহ্ মাজার এলাকাতেই থাকতেন। তার বাবার নাম দেলোয়ার হোসেন।
পুলিশ জানিয়েছে, বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
আমার বার্তা/এমই
