নরসিংদীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নানি-নাতিসহ নিহত ৩

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০১ | অনলাইন সংস্করণ

  নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা থাকা নানি ও নাতিসহ তিন যাত্রী নিহত হয়েছে। এছাড়া চালকসহ গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় রায়পুরা মরজাল ধুকুন্দি চারাবাগ এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের শিমুলতলী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বরচর গ্রামের মো. কাসেম মিয়ার স্ত্রী দোলনা বেগম (৫৫), তার নাতি আরিয়ান (৭) এবং বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের রানা মিয়া (১৮)। অপর আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ব্রাহ্মণবাড়িয়াগামী লাবিবা পরিবহনের একটি বাস ভৈরবের দিকে যাচ্ছিল। বারৈচাগামী সিএনজি অটোরিকশাটি মহাসড়কের ধুকুন্দি এলাকায় শিমুলতলী নামক স্থানে আসা মাত্রই ঘাতক চালক অটোরিকশাটিকে পিছনের দিক দিয়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

এসময় ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা এক নারী, এক শিশু ও এক পুরুষ মারা যান। এ সময় চালকসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের উদ্ধার করে। তবে পুলিশ আসামাত্রই স্থানীয় উৎসুক জনতা তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে মারমুখী অবস্থান নেয়। পরে পরিস্থিতি শান্ত হয়। এ সময় মহাসড়কে মরজাল বাজার বাসস্ট্যান্ড বিপরীত দিক দিয়ে শিবপুর পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক আ. রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা তাদের লাশ বাড়িতে নিয়ে গেছে। অপর আহতদের পরিচয় জানা যায়নি।

এবি/ জেডআর