রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের কার্যক্রমের প্রশংসা করেছেন জাতিসংঘের সহকারী সেক্রেটারী

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৩ | অনলাইন সংস্করণ

  কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের সহকারী সেক্রেটারী উনাইশি লুতু ভুনিয়াওয়াকের নেতৃত্বে প্রতিনিধিদল।

গতকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) প্রতিনিধিদলটি ১৪ এপিবিএন এর কনফারেন্স রুমে এপিবিএন (এফডিএমএন) কমান্ডারদের সাথে  মতবিনিময় সভায় মিলিত হন।

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলকে অবগত করেন ১৪ এপিবিএনের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. সাইফুজ্জামান।

এ সময় ৮, ১৪ ও ১৬ এপিবিএন এর অধিনায়ক ও সহ-অধিনায়কগণ উপস্থিত ছিলেন।  

জাতিসংঘের সহকারী সেক্রেটারির দলে ছিলেন আনন্দ আলোকাভান্দারা, কাইথিন নুয়েল গিলকি র এবং আবু মামুন আসিফ।

প্রতিনিধি দলটি ১৪ ও ৮ এপিবিএন এর আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-২/ওয়েস্ট এ অবস্থিত মেবাইল ফায়ার ফাইটিং ইউনিট, ক্যাম্প-১৮ এ অবস্থিত কালচারাল মেমোরি সেন্টার এবং ক্যাম্প-৮/ওয়েস্ট এ অবস্থিত ওয়াচ টাওয়ার পরিদর্শন করেন।

প্রতিনিধি দলটি বিকাল পৌনে ৪টার দিকে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন। 

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন এর কার্যক্রম এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের কর্মকাণ্ডের ভুয়সী প্রশংসা করেন সহকারি সেক্রেটারী জেনারেল। 

১৪ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানান, পরিদর্শনে আসা প্রতিনিধি দলের পরিদর্শনকালে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাদের সাথে ১৪ এপিবিএনের ভেন্যু প্রটেকশন পার্টি এবং মোবাইল টহল পার্টি সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত ছিল।

এবি/জেডআর