মাটির ঘরের দেয়াল ধসে ভাই-বোনের মৃত্যু

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪০ | অনলাইন সংস্করণ

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাটির ঘরের দেয়াল ধসে ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের বাবা-মা ও এক বোন আহত হয়েছে।

আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- মিশু ও রাফিন। তারা ওই গ্রামের মান্নাফ মিয়ার সন্তান।

পত্তন ইউনিয়নের চেয়ারম্যান তাজু ইসলাম বলেন, গতকাল রাতে খাওয়া-দাওয়া শেষে দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীকে নিয়ে মান্নাফ মিয়া মাটির তৈরি ঘরে ঘুমিয়ে পড়েন। রাতভর বৃষ্টি হওয়ায় মাটির দেয়াল ভিজে দুর্বল হয়ে যায়। একপর্যায়ে দেয়াল ধসে তাদের ওপরে পরে। এতে ৫ জন আহত হন। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মিশু ও চিকিৎসাধীন অবস্থায় রাফিনের মৃত্যু হয়।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় জনপ্রতিনিধিকে পাঠানো হয়েছে।

এবি/জেডআর