হিলি বন্দরে ভারত থেকে আলু আমদানি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১৪:০৩ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি
ভারত থেকে একদিনে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ৫৫ ট্রাকে ১ হাজার ৩৭০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানি স্বাভাবিক রয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) সপ্তাহের প্রথম দিনেই ভারতীয় আলু আমদানি হয়েছে হিলি স্থলবন্দরে। যার ফলে হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে আলুর দাম স্বাভাবিক রয়েছে। বর্তমানে ভারতীয় আলু প্রকারভেদে ৩৩ থেকে ৩৪ টাকা দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে দেশি আলু প্রকারভেদে হিলির বাজারে ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। সেই সাথে পেঁয়াজের বাজারেও কিছুটা স্বস্তি রয়েছে। ভারতীয় পেঁয়াজ প্রকারভেদে ৮৫ থেকে ৯০ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে।
হিলি বাজারের আলু ও পেঁয়াজ বিক্রেতা মনিরুল ইসলাম মনি বলেন, ভারত থেকে আলু আমদানি স্বাভাবিক রয়েছে। যার ফলে আলুর দাম অনেকটাই নিয়ন্ত্রনে রয়েছে। মোকামে আর আলুর কোন সংকট নেই। দেশি আলুও পর্যাপ্ত রয়েছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।
এবি/ওজি