শ্রীপুরে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১৪:৪৮ | অনলাইন সংস্করণ

  শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের (মাছের খামার) পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা আপন ভাই। 

মাছের খামারের মালিকের অবহেলার কারণে এর আগেও দুজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। 

রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের জনৈক কিবরিয়ার মাছের খামারে এ মৃত্যুর ঘটনা ঘটে।

মৃত দুই ভাই ভিটিপাড়া গ্রামের আল আমিনের ছেলে মো. তামিম (৭) ও মো. ইসমাঈল হোসেন (৬)। তারা মাদ্রাসায় পড়াশোনা করত। 

স্থানীয় বাসিন্দা মো. লিটন মিয়ার স্ত্রী আসমা আক্তার বলেন, আমি দুপুরের দিকে পাশের বাড়ি থেকে চাল আনতে যাওয়ার সময় মাছের খামারের পানিতে ভাসমান মৃতদেহ দেখতে পাই। এরপর আমি পুকুরে পাড়ে চাল রেখে পানিতে নেমে ইসমাঈলের মৃতদেহ তুলে এনে ডাকচিৎকার শুরু করি। এরপর তার স্বজনরা বড়ভাইকে খোঁজতে থাকেন।

শিশুদের দাদা আব্দুস সামাদ বলেন, এক শিশুর মৃতদেহ পাওয়ার পরপরই আমরা কয়েকজন পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করি। ৩০ মিনিট পর পানির নিচ থেকে বড় নাতি তামিমের লাশ উদ্ধার করি। তিনি আরও জানান, এই মাছের খামারে ডুবে গত বছর আরও দুজনের মৃত্যু হয়েছে।

মৎস্য খামারের মালিক মো. কিবরিয়া খান বলেন, মৃত্যুর সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। কোনো মৎস্য খামারেই নিরাপত্তা বেষ্টনী নেই। তবে এরপর থেকে নিরাপত্তা বেষ্টনী দেব।

শ্রীপুর থানার ওসি এএফএম নাসিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

এবি/ওজি