মাগুরার শ্রীপুরে বিনামূল্যে চিকিৎসা দিল শেফালী ফাউন্ডেশন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৯ | অনলাইন সংস্করণ
মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে শেফালী ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে অনুষ্ঠিত। প্রায় ৫ শত নারী-পুরুষকে মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শেফালী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সহযোগী অধ্যাপক ডা. সন্জিত চক্রবর্তী তার পিতা মনিন্দ্রনাথ চক্রবতী ও মাতা শেফালী চক্রবর্তীর স্মরণে সোমবার (১২ ফেব্রুয়ারি) এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের সহযোগিতা ও পরিচালনা করেন এস পি হাসপাতাল ও ডিসি পিটি ঢাকা। ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান।
ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের বাতব্যথা, কোমর ব্যথা, হাঁটুব্যথা প্যারালাইসিস, আর্থাইটিস, বার্ধক্যজনিত ব্যথা আঘাতজনিত ব্যথা, প্রতিবন্ধিতা জয়েন্ট ব্যথা ও সাধারণ চিকিৎসা, ডায়াবেটিসসহ বিভাগে সকল চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় রোগীদের চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ এবং চিকিৎসা সেবা নিতে আশা সকল রোগী ও তাদের সাথে আগত সকলকে মধ্যাহ্ন ভোজন করানো হয়। এ ছাড়াও রোগীদের সুস্থ থাকতে বিভিন্ন প্রকার ব্যায়াম শিখানো হয়।
স্বাস্থ্যসেবা নিতে আসা রুগীরা বলেন- এ ফাউন্ডেশনের উদ্যোগে বড় ডাক্তাররা বিনামূল্যে তাদের দেখেছেন। তাদের শহরে যেতে হয়নি। শহর থেকেই তারা এসেছেন। এতে তারা উপকৃত হয়েছেন। টাকার অভাবে ডাক্তারের কাছে যেতে পারেননি তিনি। এখন শেফালী ফাউন্ডেশনের মাধ্যমে তিনি ডাক্তারের কাছ থেকে চিকিৎসা পেয়েছেন।
সদর ইউনিয়ন চেয়ারম্যান মসিয়ার রহমান বলেন, শ্রীপুর উপজেলার অসহায় ও দুস্থ মানুষের জন্য এ রকম ক্যাম্প বিরাট উপকার বয়ে এনেছে।ক্যাম্পে রোগী দেখতে আসা ডাক্তাররা জানান, গরীব ও অভাবী মানুষের সেবা করতে পেরে তারা নিজেরাও মানসিকভাবে তৃপ্ত।
আমার বার্তা/বিকাশ বাছাড়/এমই