গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের শেষের তিনটি বগি বিচ্ছিন্ন

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১০ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর এক্সপ্রেস ট্রেনের শেষের তিনটি বগি চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের তারাকান্দি যাচ্ছিল। পথিমধ্যে গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় পৌঁছালে শেষের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে যাওয়া কোচগুলো এসি-গ, এসি-খ, গার্ড+ডাইনিং-ক। এতে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে বলে জানান তিনি।


আমার বার্তা/এমই