ইউপি সদস্যের কাছে চাঁদা দাবি, পুলিশের এসআই বরখাস্ত
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ১৯:৪৫ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আশরাফুল ইসলামের কাছে মোবাইল ফোনে চাঁদা দাবির অডিও প্রকাশের পর মুরাদনগর থানার এক উপ-পরিদর্শককে (এসআই) হারুন সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) সকালে মুরাদনগর থানার ওসি প্রবাশ চন্দ্র ধর এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মুরাদনগর থানায় কর্মরত এসআই হারুনুর রশিদ তার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আশরাফুল ইসলামের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ বিষয়ে অভিযোগ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) রবিউল ইসলাম বিষয়টি তদন্ত করে সত্যতা পেয়ে পুলিশ সুপারের কাছে ২৫ মার্চ প্রতিবেদন জমা দেন। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার আবদুল মান্নান এসআই হারুনকে শনিবার (৩০ মার্চ) বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করেন।
অভিযুক্ত এসআই হারুন বলেন, এ ব্যাপারে আমি কিছু বলতে পারব না। সব স্যার (ওসি) জানেন। স্যারকে কল করেন।
মুরাদনগর থানার ওসি প্রবাশ চন্দ্র ধর বলেন, এসআই হারুনুর রশিদের চাঁদা দাবির বিষয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই। তিনি আমার নাম ব্যবহার করে এমনটা করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) রবিউল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়ে তদন্ত করে সত্যতা পেয়েছি। অভিযুক্ত এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আমার বার্তা/এমই