বাঘাইছড়িতে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে বন্দুকযুদ্ধ

প্রকাশ : ১৪ মে ২০২৪, ১৯:০৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের দুলোবনিয়া এলাকায় পাহাড়ের বিবদমান আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠন জনসংহতি সমিতি জেএসএস (সন্তু) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট, ইউপিডিএফের (প্রসিত) মধ্যে বন্দুকযুদ্ধ চলছে।

সোমবার (১৩ মে) বিকল ৪টায় বঙ্গলতলী এলাকার সুকেতন মাঠে গোলাগুলি শুরু হয়ে সন্ধ্যায় বন্ধ হয়। মঙ্গলবার (১৪ মে) ভোর পৌনে ৬টায় আবারও শুরু হয় ভয়াবহ বন্দুকযুদ্ধ। সকাল ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলমান রয়েছে।

গোলাগুলির ঘটনায় বিভিন্ন সূত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাহতের খবর ও রক্তাক্ত ছবি ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতাহতের সুনির্দিষ্ট খবর দিতে পারেনি। স্থানীয়দের ঘরের আসবাপত্রে গুলি লেগেছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার দুই পক্ষের গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেন।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহম্মেদ বলেন, ‘আমরা জেএসএস ও ইউপিডিএফের গোলাগুলির সংবাদ পেয়েছি। তবে এলাকাটি দুর্গম হওয়ায় হতাহতের সুনির্দিষ্ট কোনো খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে।’

জেএসএস (সন্তু) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট, ইউপিডিএফ (প্রসিত) সূত্র থেকে গোলাগুলির বিষয়টি নিশ্চিত করা হলেও হতাহতের বিষয়ে কিছুই জানানো হয়নি।


আমার বার্তা/এমই