সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা আমাদের দায়িত্ব

প্রকাশ : ২৭ জুন ২০২৪, ২০:১৩ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম বলেছেন, সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। বিচারকদের ভাবতে হবে তারা আল্লাহর প্রতিনিধি হয়ে পৃথিবীতে বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন। সেই সাথে বিচার কার্যক্রম এমনভাবে পরিচালনা করতে হবে যেন বিচারপ্রার্থীরা আদালত থেকে ন্যায়বিচার পেয়েছেন ভাবেন। এ লক্ষ্যে দেশের বিদ্যমান আইনের মধ্যে থেকে আমাদের কাজ করতে হবে।

এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে ‘বিচারিক কার্যক্রমে চ্যালেঞ্জ ও উত্তরণে উপায়’ শীর্ষক জেলা পর্যায়ের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে গরিব মানুষকে আইনগত সহায়তা প্রদান করতে হবে। লিগ্যাল এইডের কার্যক্রমকে আরও গতিশীল করে মামলার সংখ্যা কমিয়ে আনতে হবে। সেই সাথে লিগ্যাল এইড কর্মকর্তা ও আইনজীবীদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

এশিয়া ফাউন্ডেশনের পরিচালক সাদাত এস শিবলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কৃষ্ণ কান্ত রায়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুরুজ সরকার, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এফএম আহসানুল হক, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ মিনহাজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন ও ব্লাস্টের পরিচালক মাহবুবা আক্তার।

এ সময় বিচারের দীর্ঘসূত্রিতা এড়াতে নির্ধারিত সময়ে মামলা নিষ্পত্তি, ন্যায্য বিচার নিশ্চিত করা, আপস মীমাংসা, ভূমি সংক্রান্ত মামলা কমানো, মামলার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিসহ নানা সুপারিশ তুলে ধরা হয়। সভায় বিচারক, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আমার বার্তা/এমই