খাগড়াছড়িতে পাহাড় ধসের ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ১২:১৪ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির আলুটিলার সাপমারায় পাহাড় ধসের ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) সকালের দিকে সড়ক থেকে পাহাড় ধসের মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ভোরের দিকে খাগড়াছড়ির সাপমারা এলাকায় সড়কের পাশে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে প্রায় ৪ ঘণ্টা খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের যান চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

জানা যায়, ভারী বৃষ্টির কারণে ভোরের দিকে সাপমারা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ঢাকা-খাগড়াছড়ি ও ঢাকা-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে অনেক যানবাহন এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় সড়কে পড়ে থাকা মাটি সরান।


আমার বার্তা/জেএইচ