মুন্সিগঞ্জে অটো রিক্সার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ২১:১৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জের শ্রীনগরের হরপাড়া গ্রামে রাস্তা পারাপারের সময় অটো রিক্সার ধাক্কায় মোঃ জাহাঙ্গীর আলম খান(৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

নিহত জাহাঙ্গীর খান মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হরপাড়া গ্রামের মৃত  আব্দুল কাদির খানের ছেলে।

রবিবার (৭জুলাই) রাত সোয়া ৮টার দিকে
মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে রিয়াদ হোসেন জানান, "আমার বাবা কিডনি সমস্যায় ভুগছিলেন। তাই আজ সকালের দিকে ঢাকা মেডিকেলে ডায়ালোসিস করিয়েছেন। পরে বাসায় ফিরে গেলে আজ বিকেলের দিকে বাবা শ্রীনগর বাজারে আমার ফ্লেক্সিলোডের দোকানে আসার সময় হঠাৎ একটি দ্রুতগতির অটো রিক্সা তাকে ধাক্কা দেয়। এতে আমার বাবা গুরুতর আহত হলে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসছিলাম। কিন্তু ভাইরে রাস্তায় এমন জ্যাম ছিল যে বাবাকে ঢাকায় আনতেই দুই-আড়াই ঘণ্টার লেগে যায়। এতে করে আমার বাবার শারীরিক অবস্থা আরো বেশি অবনতি হয়। পরে আজ রাতের দিকে আমার বাবাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসা জানান আমার বাবা আর বেঁচে নেই। ভাইরে
আমার মন বলছে রাস্তায় যদি জ্যাম না থাকতো তাহলে আমার বাবার এই অবস্থা হতো না"। এই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।


আমার বার্তা/এম রানা/জেএইচ