গজারিয়ায় বিএনপির মিছিলে দুষ্কৃতকারীদের হামলায় গুলিবিদ্ধ ৩

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ১৮:২৫ | অনলাইন সংস্করণ

  গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায়  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার  দেশ ত্যাগ উপলক্ষে গজারিয়া উপজেলা বিএনপি, সহযোগী অঙ্গসংগঠন, বাংলাদেশ ইসলামি আন্দোলন, উপজেলা আলেম ওলামায়ে দল এবং  সমমনা আওয়ামী লীগ, বিরোধী দলের  অঙ্গ সংগঠন  নেতাকর্মীরা  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন  থানে এবং উপজেলাধীন বিভিন্ন বাজার ও উপজেলা  প্রাঙ্গণ এলাকায় বিজয় মিছিল  করেছে। 

স্থানীয় একাধিক সূত্র  ও আহতদের  বক্তব্যে জানা যায়  বেলা ১২টায় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীর  একটি বিজয় মিছিলে, দুর্বৃত্ত চক্রের হামলায়  তিনজন গুলিবিদ্ধ হয়েছে। সাবেক ইমামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা  মুজিবুর রহমানের নেতৃত্বে  বিজয় মিছিল  উপজেলা প্রাঙ্গণ থেকে রসুলপুর বাজার এলাকা অতিক্রম করে। সেই সময় দুর্বৃত্ত কারীদের একটি দল বিজয় মিছিল কারীদের উপর অস্ত্রসহ  হামলা করে। হামলায় বিএনপির তিন নেতাকর্মী  গুলিবিদ্ধ হয়েছে। আহতরা শরিফুল (৪৫), আলিনুর (৪৫),  সাবেক ইউপি সদস্য ইমামপুর ইউনিয়ন মহসিন মেম্বার (৪০)।

গুলিবিদ্ধ আহত শরিফুল ইসলাম জানান  বিএনপি'র বিজয় মিছিল উপজেলা প্রাঙ্গণ থেকে রসুলপুর বাজার এলাকা অতিক্রম করে। বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানের বাড়ি সংলগ্ন  একদল হেলমেট পড়া দুর্বৃত্তরা  অস্ত্রসহ হামলা করে। হামলায় আমিসহ  আলিনুর ও ইউপি সদস্য মহাসিন মেম্বার গুলিবিদ্ধ হয়েছে। অপরদিকে সকাল ১০টায় বাউশিয়া  দাস কান্দি বাজার এলাকায়  বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মীর অংশগ্রহণে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখে  উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক, মাহাদি ইসলাম বাবু, বাউসিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাসমত আলী তাঁতি, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম,ঢাকা মহানগর সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন প্রধান প্রমুখ।   অপরদিকে বেলা ১১ ঘটিকার সময়  ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায়  ইসলামি আন্দোলন ও আলেম ওলামায়েদের উদ্যোগে  একটি বিজয় মিছিল হয়।মিছিলে নেতৃত্ব দিয়েছে, মাওলানা আল্লামা হাসান ফারুকী,  মাওলানা আব্দুল হক, মাওলানা নুরুল আলম ইসাকী, মাওলানা হুমায়ুন সাঈদ প্রমুখ।

দুপুরে  ইমামপুর ইউনিয়ন   কালিপুরা গ্রাম এলাকায়   বিএনপি ও  আওয়ামী লীগ  কর্মীদের মধ্যে  সংঘর্ষের খবর পাওয়া গেছে। সকাল ৭ ঘটিকার সময় হোসেন্দী  ইউনিয়ন   বলাকী বাজার এলাকায় বিএনপি আওয়ামী লীগ সমর্থক কর্মীদের মধ্যে সংঘর্ষে   একাধিক আওয়ামী লীগ কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।  স্থানীয় সূত্রে জানা যায় বেলা ২টায় হোসেন্দী  ইউনিয়ন  নাজির চর গ্রামে মুক্তিযোদ্ধা সেকান্দর আলীর বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ এর খবর পাওয়া গেছে।  

গজারিয়া থানা তদন্ত ওসি মো. আখতারুজ্জামান জানান গজারিয়ায় বিজয় মিছিলে  হামলা এবং গুলিবিদ্ধ  হয়ে আহত হয়েছে। এমন সংবাদ থানায় পাওয়া যায় নাই।

 


আমার বার্তা/মুকবুল হোসেন/এমই