গাজীপুরে জামায়াতের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৭ | অনলাইন সংস্করণ
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামী।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শিববাড়ি এলাকায় স্থানীয় একটি রেস্টুরেন্টে সভার আয়োজন করা হয়।
আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির খাইরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য হোসেন আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আফজাল হোসেন, ছাত্রশিবির সভাপতি হাফেজ হানিফ, গাজীপুর প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাবেক সভাপতি মজিবুর রহমান, মুকুল কুমার মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমদ সরকার, আমিনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যে যে দলই করুক না কেনো সমস্যা নেই। সবাইকে দেশের জন্য কাজ করতে হবে। জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। এখানে বিভ্রান্তি হওয়ার সুযোগ নেই। জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা হবে। আইন প্রণয়নের ক্ষেত্রে মানুষের অধিকারের দিকটি লক্ষ্য করতে হবে।
নারীদের ঘর থেকে বের হতে দেওয়া হবে না এমন গুঞ্জন রয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে মতিউর রহমান আকন্দ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীরা সবকিছুই করতে পারবেন। তারা শুধুমাত্র একটি কাজ করতে পারবেন না, সেটি হচ্ছে মসজিদের ইমামতি।
অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আমার বার্তা/প্রতাপ কুমার গোপিএমই