জনবান্ধন হিসাবে কাজ করতে চাই ওসি গজারিয়া
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২১ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি:
মুন্সিগঞ্জ ও বিক্রমপুরের দৈনিক সভ্যতার আলো পত্রিকার ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে বৃক্ষ রোপণ, সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৬ টায় গজারিয়া গণমাধ্যম কমিশন কার্যালয়ে সভ্যতার আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং মুকবুল হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার উজ জামান।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, জনবান্ধন হিসাবে পুলিশ কাজ করতে চায়।সরকার বান্ধব হিসাবে নয়। এই কাজটা সম্ভব একমাত্র সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে। তিনি আর ও বলেন জেলার জনপ্রিয় পত্রিকা, দৈনিক সভ্যতার আলো। পত্রিকাটি সঠিক সংবাদ প্রকাশের ধারা অব্যাহত সহ পত্রিকাটির উত্তর উওর সাফল্য কামনা করেন। দেশের এই ক্লান্তি লঙ্ঘনে সাংবাদ পত্র পুলিশের পাশে থাকবে সেই প্রত্যাশা ও করেন তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গজারিয়া থানা অপারেশন ওসি মো. আজাদ রহমান, গজারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সংবাদের গজারিয়া প্রতিনিধি শেখ নজরুল ইসলাম, গজারিয়া গণমাধ্যম কমিশনের সভাপতি ও যুগান্তরের গজারিয়া প্রতিনিধি আমজাদ হোসেন, গজারিয়া গণমাধ্যম কমিশনের সাধারণ সম্পাদক ও কালবেলা এবং চ্যানেল এস'র প্রতিনিধি সাইদ হাসান আফরান, গজারিয়া গণমাধ্যম কমিশনের সাংগঠনিক সম্পাদক ও সবুজ বাংলার মুন্সিগঞ্জ প্রতিনিধি খাইরুল ইসলাম হৃদয়, গজারিয়া গণমাধ্যম কমিশনের দপ্তর সম্পাদক ও দৈনিক ঢাকা পত্রিকার গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদ, সদস্য রুহুল আমিন, ব্যবসায়ী নুরুল আমিন প্রমুখ।
আমার বার্তা/মুকবুল হোসেন/এমই