পিরোজপুরে ডিজি মাকসুরার পদত্যাগের দাবিতে নার্সদের মানববন্ধন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৩ | অনলাইন সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি:
নার্সদের নিয়ে কটূক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী পিরোজপুর জেলা হাসপাতালের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন পিরোজপুর জেলা হাসপাতালের সব নার্সিং কর্মকর্তা ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
পিরোজপুর জেলা হাসপাতালের নার্সিং সুপারভাইজার মোসাম্মৎ মনোয়ারা বেগম বলেন, বিভিন্ন দাবি নিয়ে নার্সরা গত ৯ সেপ্টেম্বর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সে সময় মহাপরিচালক তাদের সঙ্গে বাজে আচরণ করেন। মাকসুরা নূর সে সময় বলেন, নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেওয়া সরকারের ভুল ছিল। তিনি আমাদের নিয়ে, আমাদের পেশা নিয়ে অবমাননাকর কথা বলেছেন। আমরা আজ মানববন্ধন কর্মসূচি পালন করেছি। অতিদ্রুত মহাপরিচালক মাকসুরা নূর পদত্যাগ না করলে আমরা কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেব।
মানববন্ধনে পিরোজপুর জেলা হাসপাতালের নার্সদের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র স্টাফ নার্স কল্পনা রানি দাস। এ সময় তিনি বলেন, ইন্টারমিডিয়েট পাস করে নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়ার পরে, বাংলাদেশ নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফেরির আন্ডারে পড়াশোনা করা হয়। বিএনএমসি এ কোনো নার্সিং কর্মকর্তাদের পরিচালক কিংবা মহাপরিচালক এবং অন্যান্য পদে বসার অধিকার কেন থাকবে না, সেখানে কেন অন্যান্য কর্মকর্তারা বসে পুরো নার্সিং পেশাকে অসম্মান করছে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের সব নন-নার্স, এবং নন-নার্স ক্যাডারদের অপসারণ করে ওই পদে আমাদের পিএইচডি এবং মাস্টার্সধারী নার্সিং অফিসারদের বসানোর দাবি জানাচ্ছি।
নার্সিং ইনস্টিটিউট পিরোজপুরের শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, নার্সদের বদলি সংক্রান্ত জটিলতা নিরসন এবং বদলি বাণিজ্যের সঙ্গে জড়িত সিন্ডিকেট নিয়ে কথা বলতে গেলে মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের সঙ্গে অপেশাদার দায়িত্ব সুলভ আচরণ করেন। একইসঙ্গে তাদের পেশাকে অপমান করেন। মহাপরিচালক পদত্যাগ না করা পর্যন্ত তাদের বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা হাসপাতালের নার্সিং সুপারভাইজার মোছাম্মৎ মনোয়ারা বেগম, কল্পনা দাস, সুমিত্রা, ফাতেমা আক্তার, নার্সিং ইন্সট্রাক্টর প্রভা রানি বরাল, নিপা মন্ডল, নিপা হালদার, গৌরী রানি প্রমুখ।
আমার বার্তা/এমই