হবিগঞ্জে মানহানি মামলায় খালাস পেলেন তারেক রহমান

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক আবদুল আলীম এই আদেশ দেন। অ্যাডভোকেট নুরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনের একটি পত্রিকায় তারেক রহমানের সাক্ষাৎকারকে কেন্দ্র করে মানহানির অভিযোগ আনেন স্থানীয় ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান খান তুহিন। পরে তিনি বাদী হয়ে মানহানির মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ ১০ বছর ধরে আইনি মোকাবিলা করেন বিএনপির আইনজীবীরা। অবশেষ আজ তারেক রহমানকে অব্যাহতি প্রদান করেন বিচারক।

অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, মামলার তথ্য-উপাত্ত সঠিক ছিল না। যে কারণে আইনি মোকাবিলার মাধ্যমে আজকে রায় আমাদের পক্ষে এসেছে। আমরা মনে করি শুধুমাত্র তারেক রহমানকে হেয়প্রতিপন্ন করার জন্য ছাত্রলীগ নেতা মিথ্যা অভিযোগ দিয়ে মামলা দায়ের করেছিলেন।

আদালতের পেশকার তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন যাবৎ বাদী আদালতে উপস্থিত হচ্ছেন না। প্রয়োজনীয় কাগজপত্রও দাখিল করেননি তিনি। সে জন্য ফৌজদারি কার্যবিধির ২০৪ (৩) ধারায় বিচারক মামলাটি খারিজ করে দিয়ে তারেক রহমানকে অব্যাহতি দেন।


আমার বার্তা/এমই