রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি রাইফেল-বুলেটসহ আরসার কমান্ডার আটক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৮ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

কক্সবাজারের উখিয়ার তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এক আরসার কমান্ডারকে গ্রেপ্তার করেছে ৮ এপিবিএন। এসময়  তার কাছ থেকে ১টি বিদেশী  জি-৩ রাইফেল ও ১০ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডি আইজি) আমির জাফর।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উখিয়ার তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত ব্যক্তি উখিয়ার তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকের বাসিন্দা গুলা হোসেনের ছেলে নুরুল ইসলাম (৪৫)। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা।

এপিবিএন অধিনায়ক আমির জাফর বলেন, গোপন সংবাদের ভিওিতে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে একটি মামলা রুজু করা হয়েছে।

আমার বার্তা/জেএইচ