মুন্সীগঞ্জে শিয়ালের কামড়ে নারীসহ আহত ১২

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫০ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নে শিয়ালের কামড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ইউনিয়নের মধ্য মহাকালী ও নাহাপাড়া গ্রামে হঠাৎ শিয়ালের আক্রমণের শিকার হন তারা।

আহতরা হলেন- নাজমা সুলতানা, বিল্লাল হোসেন, মেহেদী হাসান, মাসু বেগম, আনোয়ার দপ্তরী, সাব্বির, আমিনুল হক, দেলোয়ার, সিনথামনি, আরবী, সাদিয়া ও দ্বীপ মন্ডল। আহতরা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

আহত বিল্লাল হোসেন বলেন, নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার পাশের জমি থেকে হঠাৎ একটি শিয়াল এসে কামড়ে দেয়। আমাকে কামড় দেওয়ার পর শিয়ালটি একটু দূরে গিয়ে এক নারীকে কামড় দেয়। আমরা হাসপাতালে এসে দেখি অনেককেই শিয়ালটি কামড়ে দিয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক প্রান্ত সরদার জানান, রাত ৮টা ৪০ মিনিট থেকে একে একে ১৩ জন চিকিৎসা নিয়েছেন। তাদের পায়ে, উড়ুর অংশে কামড়ের ক্ষত ছিল। প্রয়োজনীয় ভ্যাক্সিনেশন করা হয়েছে। শিয়ালে কামড়ের ২৪ ঘণ্টার মধ্যে ভ্যাক্সিন নিলে কোনো ঝুঁকি থাকে না।


আমার বার্তা/জেএইচ