কুড়িগ্রামে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে রংপুর রেঞ্জ ডিআইজির মতবিনিময়

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০০:০২ | অনলাইন সংস্করণ

  এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম :

কুড়িগ্রামে রংপুর রেঞ্জ ডিআইজির মতবিনিময়

কুড়িগ্রাম জেলার  নাগরিকদের অধিকতর পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, দক্ষতা,পেশাদারিত্ব, ও কল্যাণের নিমিত্তে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ মাসিক কল্যাণ সভা আজ অনুষ্ঠিত হয়। 

বিশেষ এই কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:  আমিনুল ইসলাম  ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর। 

 সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার   মোঃ মাহফুজুর রহমান। আরো উপস্থিত ছিলেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মোহাম্মদ মহিবুল ইসলাম,  কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  এ.কে.এম. ওহিদুন্নবী, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার  মোঃ মমিনুল ইসলাম, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার  মোঃ আখতারুজ্জামান, সকল থানা/ইউনিট ইনচার্জ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।  

৫ অক্টোবর ২০২৪ সকাল ০৮:৩০ ঘটিকায় পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিলশেডে বিশেষ কল্যান সভায় উপস্থিত হন রংপুর রেঞ্জের  ডিআইজি  আমিনুল ইসলাম । 

বিশেষ এই কল্যাণ সভায় রেঞ্জ ডিআইজি  জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং সমস্যা সমাধানে দায়িত্বশীলদের সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন এবং আগত সময়ের যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় আগের থেকে আরো বেগবান হয়ে কাজ করার জন্য সকল ইউনিট ইনচার্জদের প্রেরণা ও প্রেষণা প্রদান করেন। 

কল্যান সভা শেষে পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে কুড়িগ্রাম জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 মতবিনিময় সভায় ডিআইজি মহোদয় আসন্ন শারদীয় দুর্গাপূজায় কুড়িগ্রাম জেলার সম্মানিত সনাতন ধর্মাবলম্বীগণ যেন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পালন করতে পারে সেজন্য সকল রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহব্বান জানান। সেই সাথে সকলের সহযোগীতা কমনা করেন। 

এসময় জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।