নকলায় বন্যার্তদের মাঝে জামায়াতের গরুর মাংস বিতরণ
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১৯:২২ | অনলাইন সংস্করণ
মাহদি হাসান,নকলা (শেরপুর) :
শেরপুরের নকলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বন্যার্তদের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০অক্টোবর) দুপুরে উপজেলার গণপদ্দী, নকলা ও উরফা ইউনিয়নের বিভিন্ন এলাকার বানভাসি ৩০০ পরিবারকে জবাইকৃত ৮ টি গরুর জনপ্রতি ২ কেজি করে মাংস উপহার হিসেবে প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার জামায়াতের আমির মাওঃ গোলাম সারোয়ার। উপস্থিত ছিলেন সেক্রেটারি মোঃ শরীফুল ইসলাম, পাঠাকাটা ইউনিয়নের সভাপতি মোঃ আতিক আলম, ইউনিয়ন সেক্রেটারি মাওঃ ইমরান হোসেন সবুজসহ অন্যান্যরা।
জামায়াতের আমীর মাওঃ গোলাম সারোয়ার জানান, আমিরে জামায়াতের নির্দেশে শুরু থেকেই দলের প্রত্যেকটি নেতাকর্মী বন্যার্ত মানুষের পাশে রয়েছে। এরই ধারাবাহিকতায় ৮ টি গরু ক্রয় করে প্রায় ৩০০ পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য আমাদের ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।