সরাইলে কবরস্থানের রাস্তা বন্ধ করে অপ্রয়োজনীয় দেয়াল নির্মাণ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১৯:২৮ | অনলাইন সংস্করণ

  সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

কবরস্থানের রাস্তা বন্ধ করে অপ্রয়োজনীয় দেয়াল নির্মাণ

শিক্ষার প্রসারে আলোকিত হবে আগামী প্রজন্ম এই চিন্তাচেতনা থেকে স্কুল নির্মাণে জায়গা দিলাম আমরা, আজ অহেতুক অপ্রোয়জনীয় এক দেয়াল নির্মাণ করে আমাদের চলাচলের এবং কবরস্থানের রাস্তা বন্ধ করছে কর্তৃপক্ষ। 

আজ বুধবার (১৩ নভেম্বর) সংবাদ সম্মেলনে এভাবেই নিজের আক্ষেপ ও এলাকাবাসীর দূর্ভোগের কথা তোলে ধরেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা'র পানিশ্বর ইউনিয়নের বড়ই বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দাতা জাকির হোসেন। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বড়ই বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে চারিদিকে দেয়াল নির্মাণ করার টেন্ডার এসেছে এতে আমরা আনন্দিত। কিন্তু দক্ষিণ পাশে (অর্থাৎ স্কুল ভবনের পেছন দিকে) অহেতুক দেয়াল দিয়ে শত শত মানুষের চলাচলের এবং কবরস্থানে যাওয়ার একমাত্র রাস্তাটি বন্ধ করা হচ্ছে। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে একাধিক বার আলোচনা করেও আমরা কোনো সমাধান পাচ্ছি না। 

সংবাদ সম্মেলনে স্থানীয় সর্দার ও মুরুব্বি আব্দুল বাছির বলেন, চারিদিকে খোলামেলা হওয়ায় দেয়াল দেওয়া যৌক্তিক, আমরা এতে সমর্থন করি। আমরাও চায় এই স্কুলের আরও উন্নয়ন কাজ হোক। কিন্তু পেছন দিকে নিরাপত্তার জন্যে ভবণের দেয়াল'ই ত যথেষ্ট। তার পরেও অহেতুক দেয়াল দিয়ে সরকারি অর্থ অপচয়ের পাশাপাশি এলাকার মানুষের চলাচলের রাস্তা বন্ধ করা হচ্ছে। এদিকে স্কুলের সামান্য জায়গা রয়েছে এটা বন্ধ করলেও তাদের তেমন কোনো কাজে আসবে না, ফাঁকে হাজারো মানুষ দূর্ভোগে পরবে। আজকে একজন মারা গেলে লাশ কিভাবে বের করব আমরা? 

এলাকাবাসীর পক্ষে স্থানীয় মুরুব্বি আব্দুল মোমেন বলেন, আমাদের শেষ বিদায়ের রাস্তা এটি। এইদিনের জন্যই কি আমরা স্কুল নির্মাণে জায়গা দিয়েছিলাম? এলাকায় শিক্ষার প্রসার ঘটাতে গিয়ে আজ আমাদের শেষ বিদায়ের রাস্তা বন্ধ করছে কর্তৃপক্ষ। 

এমতাবস্থায় এখন সরাইল উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি তাকিয়ে আছে বড়ই বাড়ি এলাকার হাজারো মানুষ। এলাকাবাসীর প্রত্যাশা প্রশাসনের হস্তক্ষেপ ও মানবিকতা'য় দূর হবে হাজারো মানুষের দূর্গোভ পাশাপাশি অপ্রয়োজনীয় দেয়াল নির্মাণ বন্ধ হলে বেঁচে যাবে সরকারি অর্থ। 

এ বিষয়ে সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নৌশাদ আহমেদ বলেন, টেন্ডার হয়ে গেছে, কাজ চলমান। আমাদের স্কুলের সীমানা পর্যন্ত দেয়াল দেওয়া হবে। 

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবা উল আলম ভূঁইয়া বলেন, স্কুলের এবং এলাকাবাসীর স্বার্থে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।