যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ২০:০৭ | অনলাইন সংস্করণ

  টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :

অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন

কক্সবাজার টেকনাফে হোয়াইক্যং দক্ষিণ যুবদলের আহ্বায়ক রিফাত মোহাম্মদ জাকারিয়া ও যুগ্ম আহ্বায়ক  সাদ্দামের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট কারিদের বিরুদ্ধে মানববন্ধন করেছে টেকনাফ উপজেলা  বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতারা। 


বুধবার(২০ নভেম্বর) বিকাল ৪ টার দিকে হোয়াইক্যং নয়া বাজারে মানববন্ধন থেকে  বক্তারা জানান, একটি হত্যা কাণ্ড কে ভিন্ন হাতে নিয়ে গিয়ে যুবদলের নেতা কর্মীদের নামে মামলা দেওয়ার চেষ্টা করছে আওয়ামীলীগের দোসরেরা।

এর প্রতিবাদে মানববন্ধন করছে বি এন পির অঙ্গ সংগঠনের নেতাকর্মী।এই সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন , টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড: হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক এড সেলিমোল মোস্তফা, এইচ এম ওসমান গণী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ কাইয়ুম, সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরি, হোয়াইক্যং দক্ষিণ বিএনপির সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন নুরি সহ বিএনপির, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এলাকাবাসী । 

উক্ত মানববন্ধন থেকে নেতাকর্মীরা বলেন যুবদল নেতা সাদ্দামের বাড়ি পুড়িয়ে, জাকারিয়ার বাড়ি লুটপাট করে যে ভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তা পাকিস্তানি হানাদার বাহিনী কে হার মানিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । পাশাপাশি যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনারও  দাবি জানাচ্ছি। তবে ওই হত্যা মামলায় কোন বি এন পির ও যুবদলের নেতাকর্মীদের জড়ানো হলে ঐ মিথ্যা মামলার বিরুদ্ধে আরো বৃহত্তম কর্মসূচি দিতে বাধ্য হব।