গজারিয়ায় প্রভাব বিস্তার কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ২১:৩৮ | অনলাইন সংস্করণ

  গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ভবেরচর ইউনিয়ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন গড়ে উঠা সুপারস্টার শিল্প কারখানা এলাকায়   বিএনপির দুই গ্রুপের সমর্থকদের প্রভাব বিস্তার কে কেন্দ্র করে   দুই  গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে আহত হয়েছে  ভাবেরচর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক শফিক শিকদার (৫৫) তার ছেলে ফাহিম (৪০), দস্তগির (৫০) ও অন্তর  সহ ৪জন।

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় সুপারস্টার শিল্প কারখানা  এলাকা ভিটিকান্দি  বাস স্ট্যান্ড  এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায় বিএনপি  দুই শীর্ষস্থানীয় নেতা  মহিউদ্দিন সমর্থক গং ও কামরুজ্জামান রতন সমর্থকদের  মধ্যে  ব্যবসায়িক দ্বন্দ্ব  কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিরা মহিউদ্দিন  সমর্থক কর্মীবৃন্দ।

আহতদের মধ্যে ভবেরচর ইউনিয়ন বিএনপি আহবায়ক  শফিক শিকদার বাদী হয়ে একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে  গজারিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। বাদী শফিক শিকদার  অভিযোগে উল্লেখ করেন আনারপুরা গ্রামের মৃত শামসুদ্দীন মিস্ত্রির  ছেলে আব্দুর রহমান শফিক, ছাত্রদল আহবায়ক মিজানসহ ৭০ থেকে ৮০ জন হামলা করেছে।

গজারিয়া থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। দুই পক্ষের লোকজনের   মধ্যে উত্তেজিত অবস্থা অবগত হয়। পুলিশের উপস্থিতিতে   উত্তেজনা পরিবেশ স্বাভাবিক হয়। আহত শফিক শিকদার বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আমার বার্তা/মুকবুল হোসেন/এমই