নিকলীতে সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ১০:৪৮ | অনলাইন সংস্করণ
মোঃ আলমগীর হোসেন, মাল্টিমিডিয়া প্রতিনিধি( নিকলী) :
কিশোরগন্জের নিকলী হাওরের বিশাল জলরাশি,নৌ ভ্রমন, হাওরের সুস্বাদু মাছ আর সৌন্দর্যময় প্রকৃতির অপরুপ সৌন্দর্যে শোভিত জনপ্রিয় পর্যটক স্পট নিকলী হাওর। সেই সৌন্দর্য উপভোগ করতে বিশেষ করে বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটকরা ছুটে আসেন নিকলী হাওরে। সেই তুলনায় নিকলীর প্রবেশদ্বার রুদারপুড্ডা বাজার হতে নিকলী নতুন বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তার বেহাল দশা।
ফলে আগত পর্যটক সহ এলাকার স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায় নিকলী উপজেলার একমাত্র প্রধান সড়ক নিকলী নতুন বাজার থেকে রোদারপুড্ডা বাজার পর্যন্ত বিভিন্ন স্থানে গর্ত ও ভাঙ্গা। কিন্তু এই সড়কটি সংস্কার না করায়, এখন সড়কটি দিন দিন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। এ রাস্তাটি সরু হওয়ায় বিশেষ করে বর্ষা মৌসুমে আগত পর্যটকদের যানবাহনের কারনে দেখা দেয় তীব্র যানযট। ফলে স্থানীয় এলাকাবাসীর শহুরে যানযটের মতো তিক্ততা পোহাতে হয়।
ঢাকা থেকে আগত পর্যটক তানিম হোসেন বলেন, মোটরসাইকেল, বাস, প্রাইভেট কার নিয়ে নিকলী হাওরে ঘুরতে আসা ঝুকিপূর্ণ কারন এখানের প্রধান সড়কটি খুব সরু ও ভাঙ্গা তাই রাস্তাটি সংস্কার করা জরুরী।
এ ব্যাপারে জানতে চাইলে কিশোরগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া এ প্রতিনিধিকে জানান খুব শিগ্রই নিকলীর এই সড়কটির সংস্কারের উদ্যােগ নেয়া হবে।