জনবান্ধন অফিসার আলোকিত ঈশ্বরগঞ্জ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ১২:৪৬ | অনলাইন সংস্করণ

  আশরাফুল ইসলাম,ঈশ্বরগঞ্জঃ

ছবিঃ আমার বার্তা

সারাদেশে যখন ভূমি সেবা নিয়ে আলোচনা - সমালোচনা। তখন নজির স্হাপন করলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন।
তিনি স্মার্ট ভূমি সেবা ছড়িয়ে দিয়েছেন প্রত্যন্ত অঞ্চলে।
প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে মানুষের আনাগোনায় মুখরিত ভূমি অফিসগুলো।এতে করে স্মার্ট ভূমি সেবা মানুষের কাছে ব্যাপক ভাবে বিস্তার লাভ করছে, দুর্নীতি কমেছে এবং সরকার রাজস্ব  লাভ করছে।

বিগত ৩০ দিন এর কার্যক্রম লক্ষ করলে দেখা যায় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় ১১২২ টি নামজারি আবেদন নিস্পওি হয়েছে যার  গড় নিস্পওি মাএ ১২ দিন। যাহা অনন্য রেকর্ড ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায়। তাছাড়াও তিনি ভিবিন্ন সময়ে উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মধ্য দিয়ে বাজার পর্যবেক্ষণ এবং মানুষের ভিবিন্ন সমস্যা সমাধান করেন। তার বিনিময়ে তিনি পেয়েছেন ভিবিন্ন সামাজিক পুরস্কার এবং নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ জেলার ২য় শ্রেষ্ঠ ভূমি সহকারী কমিশনার হিসাবে।

এতে করে উপজেলার মানুষের কাছে তিনি হয়ে ওঠেছেন সৎ নিষ্ঠাবান অফিসার।তাই উপজেলা ভূমি অফিসে মানুষের ভিবিন্ন সমস্যা নিয়ে আসলে তিনি তা গভীর ভাবে পর্যবেক্ষণ করে সমাধান করেন এবং মানুষের সাথে বন্ধু সুলভ আচরণ করেন যা একজন সেবাপ্রার্থীর চাওয়া।
এতে করে মানুষের ভিতরে ভূমি বিষয়ক আইন প্রতিষ্ঠিত হচ্ছে সমাজ থেকে অন্যায় নিধন হচ্ছে। 
এই ভাবে তিনি একটি উপজেলায় প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ভূমির প্রচারণা পৌছে দিচ্ছেন এবং মানুষের মনে জায়গা করে নিচ্ছে। 


এতে করে উপজেলার মানুষ যেমন  তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে, সমাজ থেকে অন্যায় দূর হচ্ছে, তেমনি ভাবে সরকারের রাজস্ব বৃদ্ধি পাচ্ছে।