সাময়িক বরখাস্ত অধ্যক্ষের বিরুদ্ধে ৪৮ লাখ টাকা আত্মসাতের প্রমাণ
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ১৮:৫৩ | অনলাইন সংস্করণ
মুকবুল হোসেন:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কলিম উল্লাহ বিশ্ববিদ্যালয় এর দুর্নীতির অভিযোগে সাময়িক দরখাস্ত মোনতাজ উদ্দিন মুর্তজা অধ্যক্ষর বিরুদ্ধে ৪৮ লাখ টাকা আত্মসাৎ এর প্রমাণ মিলেছে, বলেন বর্তমান পরিচালনা কমিটির সভাপতি এ_এফ এম হামিদ উল্লাহ(সুমন)।
তিনি দৈনিক আমার বার্তা প্রতিনিধিকে জানান বিগত সভায় ৭ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী প্রাথমিকভাবে ৪৮ লাখ টাকা আত্মসাৎ এর প্রমাণ মিলেছে। ধারণা করা হচ্ছে বিভিন্ন উপায়ে কোটি টাকার উপরে আত্মসাৎ করেছে।
আত্মসাৎকৃত টাকা উদ্ধারের বিষয়ে সভাপতি হিসাবে ব্যবস্থাপনা কমিটি ও এলাকাবাসীর মতামত নেয়া হচ্ছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অধিদপ্তর কর্তৃপক্ষের নিকট আত্মসাতের বিষয়টি অবগত করানো হবে। সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় কলেজ ভবনের চতুর্থ তালায় আলোচনা মূলক সিদ্ধান্ত সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন অভিযুক্ত অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মুর্তজা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জালাল উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য সচিব মোসাম্মৎ খালেদা নাহার, বিদ্যুৎসাহী এ কে এম মোয়াজ্জেম হোসেন, দাতা সদস্যদের মধ্যে হাজী মো আবু তাহের, শিক্ষক প্রতিনিধিদের মধ্যে মো. শফিকুর রহমান সিকদার।
আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা সাবেক স্বেচ্ছাসেবক দল ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক ভিপি, রফিকুল ইসলাম মাসুম, ভবেরচর ইউনিয়ন বিএনপি সভাপতি, অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব,মুক্তার হোসেন, কৃষক দল নেতা, নজরুল ইসলাম, মো. সালাউদ্দিনসহ অধ্যক্ষর বিরুদ্ধে অভিযোগকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
আমার বার্তা/এমই