বোরহানউদ্দিনে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ১৭:৫৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইনঃ

মাদরাসা শিক্ষার্থীদের মানববন্ধন

রাস্তা না যেনো ভোগান্তি। বর্ষা এলেই রাস্তাটি মানুষের জন্যে একটা গলার কাটা। এসময় রাস্তায় কাঁদা ও হাঁটু পরিমান পানি থাকে। জনসাধারণের চলাচলে পোহাতে হয় নানা ধরনের ভোগান্তি। শুধু জনসাধারণের নয়, এসমস্যার শিকার এখন হাফেজি ও নূরানী পড়ুয়া শিক্ষার্থীরা।

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর ৭নং ওয়ার্ডের আব্দুল জব্বার কলেজের পূর্বপাশে আদর্শ পাড়ার "মাদরাসাতুল মাদীনা"র সামনের রাস্তাটি নিয়েই এতো ভোগান্তি জনসাধারণসহ শিক্ষার্থীদের।

বুধবার সরেজমিনে ওই এলাকার স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, প্রায় দেড় হাজারের বেশি মানুষের হাটা চলা এপথ দিয়ে। শিশু থেকে বৃদ্ধ বয়সের লোকজনের চলাচলের একমাত্র পথ এটি। এখানে একটি মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান আছে।

আবু তাহের নামক স্থানীয় এক মুসুল্লি গণমাধ্যম কর্মীদের তাদের দুর্দশার কথা বলেন। তিনি বলেন, দীর্ঘ কয়েক বছর রাস্তাটি বেহাল দশা। আমরা বর্ষাকালে নামাজের জন্যে বের হলে, অনেক সময় পা পিছলে পড়ে যাই। বয়স্ক লোকের বেশি ক্ষতি হয়।  এইখানে একটি হেফজখানা আছে, তাগো দুর্দশার শেষ নেই। পোলাপানে ভাত নিয়া আসার পথে ভাতসহ পরে যায়। সমাজের উপরমহলের কাছে আমাহো আবেদন রাস্তাটি করে দেওয়ার জন্য।