ভান্ডারিয়া উপজেলা যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন
পিরোজপুরের ভান্ডরিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা পৌর শহরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুথী ভান্ডারিয়া পৌর শহরের মো. আজাদ জোমাদ্দারের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান বলেন, জেলা বিএনপির অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আমার বার্তা/জেএইচ