কাঠালিয়া UNO CUP কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৬ | অনলাইন সংস্করণ

  মোঃ সিরাজুল ইসলাম রনি,মাল্টিমিডিয়া প্রতিনিধি:

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । 

০৪ ডিসেম্বর (বুধবার ) খেলায় অংশগ্রহণ করেন কাঁঠালিয়া একাদশ বনাম ভান্ডারিয়া একাদশ, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার  জহিরুল ইসলাম, এছাড়াও রাজাপুর উপজেলার নির্বাহী অফিসার উপস্থিত ছিলেন,  খেলা দেখার জন্য উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, অফিসার বৃন্দ, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক সমাজ, ব্যবসায়ী বৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ সহ সর্বস্তরের কাঠালিয়া ও ভান্ডারিয়ার উপজেলার হাজার হাজার দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়, খেলার মধ্যে বিরতিতে মনোজ্ঞ সাংস্কৃতির উপস্থাপনা করা হয়, খেলায় গোল শূন্য ড্র হওয়াতে খেলা গড়ায় ট্রাইবেকারে, ফলাফল ভান্ডারিয়া একাদশ ০২ ও কাঁঠালিয়া একাদশ ০৪ , দর্শক ছিল মাঠের কানায় কানায় পূর্ণ। খেলাটি স্পন্সর করেন আলেয়া অ্যাপেলস এর কর্ণধার মোঃ আউয়াল হোসেন ।