দলকে শক্তিশালী করার লক্ষে তৃণমূল পর্যায়ের নেতাদের আলোচনা সভা

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ২০:২৭ | অনলাইন সংস্করণ

  মোঃ রিয়াজ আহম্মদ ,লংগদু(রাঙ্গামাটি) :

বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাদের আলোচনা


রাঙ্গামাটির লংগদুতে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনকে শক্তিশালী করার লক্ষে মাঠ পর্যায়ে বড় পরিসরে আলোচনা সভা করছেন উপজেলার মাইনী মুখ  ইউনিয়নের ৭ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল।

মাইনী মুখ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবকদলের সভাপতি খোকনের সভাপতিত্বে ও আমির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তরিকুল ইসলাম তুহীন।

এসময় বক্তারা বিগত দিনের নির্বাচনের বিরোধিতা করে আগামী দিনে ওয়ার্ড হতে শুরু করে সংসদ নির্বাচন পর্যন্ত ভোটের রাজনীতি করতে নেতাকর্মীদের অনুরোধ করেন,ভালোবাসা দিয়ে ভোটারদের মন জয় করে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের নির্বাচিত করার আহবান জানান। 

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য মিজানুর রহমান বাবু, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন, আজিজুর রহমান, ফারুক আহম্মেদ, বিপ্লব ইসলাম,উপজেলা সদস্য রাজু ও মাইনী মুখ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন সাধারণ সম্পাদক জহির উদ্দিন প্রমূখ।