কুমিল্লায় বিলে পড়ে আছে দুই যুবকের মরদেহ

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

কুমিল্লার দেবিদ্বারে অজ্ঞাত দুই যুবকের মরদেহ পড়ে রয়েছে বিলের মধ্যে। মরদেহ দুটি দেখতে ভিড় করছে শত শত উৎসক জনতা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

রোববার (৮ ডিসেম্বর) সকাল ৭টা থেকে উপজেলার জাফরগঞ্জ এলাকার একটি বিলের মধ্যে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

কুমিল্লার সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মো. শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাফরগঞ্জ এলাকার একটি বিলে অজ্ঞাত দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে ঠিক কী কারণে কে বা কারা তাদের হত্যা করেছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি। রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।


আমার বার্তা/জেএইচ