গ্রেনেড সাদৃশ্য বস্তুর পিন খুলতে গিয়ে হাতের কব্জি উড়ে গেল কিশোরের
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:০১ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জের ইসলামপুরে কুড়িয়ে পাওয়া গ্রেনেড সাদৃশ্য বস্তুর পিন খুলতে গিয়ে বিস্ফোরণে ডান হাতের কব্জি উড়ে গেছে মো. সজীব (১৪) নামে এক কিশোরের।
রোববার (৮ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে রাতের দিকে অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।
আহত কিশোরের মা সুমি আক্তার জানান, প্রতিদিনের মতো তার স্বামী রাজু ও ছেলে সজীব ভ্যান গাড়িতে নিয়ে ভাঙ্গারি লোহা লক্কর এবং প্লাস্টিক দ্রব্য ক্রয় করার জন্য মুন্সিগঞ্জের দক্ষিণ ইসলামপুরে যায়। সেখানে রাস্তার পাশে একটি ব্যাগ কুড়িয়ে পায় কিশোর সজীব। পরে ওই ব্যাগে থাকা লোহার বস্তু থেকে কৌতুহল বসত পিন টেনে বের করার সময় সেটি বিস্ফোরিত হয়। এতে কিশোর সজীবের ডান হাতের কব্জি উড়ে যায় এবং দুই পায়ে আঘাত পেয়ে অচেতন হয়ে পড়ে। দ্রুততাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসা হয় । বর্তমানে ৪১৭ নং ওয়ার্ডের ১১ নং বেডে চিকিৎসা চলছে তার।
আজ সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেন,ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক। তিনি জানান, গত রাতের দিকে মুন্সিগঞ্জ থেকে অচেতন অবস্থায় ওই কিশোরকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আনা হয়। আহত কিশোরের মা জানান বোমা সাদৃশ্য বস্তুর পিন টেনে খুলতে গিয়ে বিস্ফোরণে তার ডান হাতের কব্জি উড়ে গেছে। বর্তমানে শিশুটি ঢামেক বার্ন ইউনিটে ভর্তি আছে।
তিনি আরও জানান, বর্তমানে তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জের পাইকপাড়া বড় কবরস্থানের গলি এলাকায় ভাড়া থাকে।
আমার বার্তা/এম রানা/এমই