শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোই বিএনপি নেতা কর্মীর কাজ

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৮ | অনলাইন সংস্করণ

  গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়  একাধিক মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান  শিক্ষার্থীদের  এবং এলাকার নিম্ন আয়ের  শত শত নারী পুরুষ কে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দিনব্যাপী  শীতবস্ত্র বিতরণ  কার্যক্রম করেছে উপজেলা বিএনপি  ও সহযোগী অঙ্গ সংগঠন নেতাকর্মীবৃন্দ।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচির প্রধান অতিথি , মুন্সিগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, কামরুজ্জামান রতন বক্তব্যে বলেন  বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায়  মানুষের পাশে ধারানোই বিএনপি নেতাকর্মীর কাজ । নির্দেশনা বাস্তবায়নে  শীত বস্ত্র বিতরণের মধ্য দিয়ে কাজ করছে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গজারিয়ার সর্বাধিক  নিম্ন আয়ের  নারী পুরুষ শীত বস্ত্র পাবে।  

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, সাবেক ছাত্রনেতা ভিপি রফিকুল ইসলাম মাসুম, যুবদল যুগ্ন আহবায়ক জালাল উদ্দিন রুমি, ছাত্রদল সভাপতি জসিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি জসিম,  স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক রিফাত প্রধান, বিএনপি নেতা নুরুল আমিন সরকারসহ শত শত  অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।


আমার বার্তা/মুকবুল হোসেন/এমই