মেঘনায় থেমে থাকা জাহাজে মিলল ৫ জনের মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৫:১৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল-বাখেরা নামে সারবাহী একটি জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরও ৩ জনকে উদ্ধার করা হয়েছে।

 

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ওই জাহাজটি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল বলে জানা গেছে। চট্টগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল জাহাজটি।

খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ। তবে এটি ডাকাতির ঘটনা নয় বলে ধারণা করছে পুলিশ।

ঘটনাস্থল থেকে চাঁদপুর কোস্টগার্ড‌ কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক বলেছেন, হাইমচর উপজেলার মেঘনার ইশানবালা এলাকায় মালবাহী জাহাজ এমভি আল-বাখেরা থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত ৫ জনকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। গলা ও মাথাতে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরও ৩ জনকে উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে নৌ-পুলিশের চাঁদপুরের অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান জানিয়েছেন, পণ্যবাহী নৌযানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। আটজন মানুষই নৌযানটিতে ছিল। আহত ৩ জনের অবস্থা গুরুত্বর, তারা কথা বলার অবস্থায় নেই। আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

মুশফিকুর রহমান আরও জানান, আলাদা কক্ষে ওই ৫ মরদেহ পাওয়া যায়। ধারাল অস্ত্র দিয়ে তাদের কোপানো হয়েছে। তবে জাহাজটিতে সার পাওয়া যায়নি। ঘটনাটি ডাকাতি নয় বলে নিশ্চিত হওয়া গেছে। শত্রুতা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। নৌযানটির নাম এম ভি আল-বাকেরা। এর মালিক মেসার্স এইচপি এন্টারপ্রাইজ


আমার বার্তা/এমই