ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি ছোড়া মিঠুন গ্রেপ্তার

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে গুলি ছোড়া স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠুন চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুুলিশ জানিয়েছে, মিঠুন বিদেশি পিস্তল দিয়ে আন্দোলনে গুলি চালায়। তবে তার ব্যবহৃত পিস্তলটি এখনও উদ্ধার করা যায়নি, সেটি উদ্ধারে অভিযান চালানো হবে।

সোমবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ সদর দফতর মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন।

তিনি জানান, রোববার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ফেনী সদরের সুলতানপুর এলাকার একটি বাসা থেকে মিঠুনকে গ্রেপ্তার করা হয়। তিনি সেখানে আত্মগোপনে ছিলেন।

রইছ উদ্দিন বলেন, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মিঠুন প্রকাশ্যে গুলি চালান। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে তাকে শনাক্ত করি। এরপর গোপন সূত্রে খবর পেয়ে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করি।

পুলিশ জানায়, মিঠুন চকবাজারের সাবেক কাউন্সিলর নুর মোস্তফা টিনুর ‘বিশ্বস্ত সহযোগী’ এবং তার ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত। এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনায় তিনি জড়িত ছিলেন।

অস্ত্র উদ্ধারের বিষয়ে উপ-কমিশনার রইছ উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিঠুন স্বীকার করেছে যে আন্দোলনকে দমন করতে সে অস্ত্র ব্যবহার করেছে। তবে অস্ত্রটি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। সেটি একটি বিদেশি পিস্তল, যা সে অন্য কারও কাছ থেকে নিয়েছিল বলে দাবি করেছে। আমরা শিগগিরই অস্ত্রটি উদ্ধারে অভিযান চালাব।

মিঠুন ভারতে পালানোর চেষ্টা করেছিলেন কিনা, এমন প্রশ্নে রইছ উদ্দিন বলেন, গ্রেপ্তার এড়াতে তিনি বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। আমাদের পাঁচলাইশ থানার একটি আভিযানিক দল দীর্ঘদিন ধরে তাকে ধরার চেষ্টা চালাচ্ছিল।

মিঠুনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একটি মামলা রয়েছে বলে জানান তিনি। তবে অন্যান্য মামলায় তার সম্পৃক্ততা থাকলে সেগুলোতেও তাকে গ্রেপ্তার দেখানো হবে।


আমার বার্তা/এমই