কক্সবাজারে আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব এর যৌথ উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৫১ | অনলাইন সংস্করণ
রাশেদুল আলম (মাল্টিমিডিয়া প্রতিনিধি) কক্সবাজার :
যদি হয় রক্তদাতা, জয় করবো মানবতা! এই স্লোগানকে সামনে রেখে সৈকত নগরী শিল্প ও বানিজ্য মেলায় কক্সবাজার জেলার অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব ও কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটি এবং তারুণ্য ব্লাড ডোনার'স সোসাইটি এর যৌথ উদ্যোগ এ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব এর সম্মানিত সহ সভাপতি রাশেদুল আলম রাশেদ এর আর্থিক সহযোগিতায় ২১ ডিসেম্বর রোজ শনিবার বিকাল ৫ ঘঠিকা হইতে রাত ৯ ঘঠিকা পর্যন্ত কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলায় সম্পুর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ভিপি চেক আপ ক্যাম্পেইন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব এর সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা এনামুল হক, সহ-অর্থ সম্পাদক হাফেজ আব্দুল মজিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সোলতান মাহমুদ রিদুয়ান, মহিলা বিষয়ক সম্পাদিকা খাইরুন্নেছা কাজল, ও জান্নাতুল সুমাইয়া, সিনিয়র সদস্য ইমাম শরীফ ও জসিম উদ্দিন হৃদয়।
তারুণ্য ব্লাড ব্লাড ডোনার'স সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সোহেল,সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন,কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটির সদস্য, যথাক্রমে রিদুয়ান হোসাইন, মোহাম্মদ ইব্রাহিম, মোঃ সাদেক, কায়দে আজম মোঃ আলী জিন্নাহ, মোঃ বশির আহমদ, হাবিব সহ প্রমুখ।
আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব এর সম্মানিত সহ সভাপতি রাশেদুল আলম রাশেদ বলেন কক্সবাজার শিল্প ও বানিজ্য মেলায় পৌর শহর ও বিভিন্ন উপজেলা থেকে অনেক মানুষ আসে অনেকেই জানে না নিজের রক্তের গ্রুপ কি, তাই আমার ব্যক্তিগত ভাবে অর্থিক সহোযোগিতায় বিনামূল্যে এই কর্মসূচি করা হয়েছে যাতে নিজেরা জানে রক্তের গ্রুপ কি।
অত্র সংগঠনের সাধারণ সম্পাদক হারুন আর রশীদ বলেন আমাদের সংগঠনের সহ সভাপতির অর্থিক সহোযোগিতায় কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটির ও তারুণ্য ব্লাড ব্লাড ডোনার'স সোসাইটির সাথে যৌথ ভাবে আমরা এই কর্মসূচি পালান করেছি ধন্যবাদ জানায় মেলা কর্তৃপক্ষ ও সরকারি নিবন্ধনদিত দুই স্বেচ্ছাসেবী দুই সংগঠন পরবিার কে আমাদের সাথে সহযোগিতা করে এই কর্মসূচি সমাপ্ত করার জন্য। সার্বিক সহযোগিতায় : কক্সবাজার শিল্প বাণিজ্য মেলা পরিচালনা পরিষদ।