হিমেলকে জবি ছাত্রদলের আহ্বায়ক করায় নিকলীতে আনন্দ মিছিল
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ২০:৩০ | অনলাইন সংস্করণ
মোঃ আলমগীর হোসেন(মাল্টিমিডিয়া প্রতিনিধি)নিকলী:
কিশোরগন্জের নিকলীতে মেহেদি হাসান হিমেল কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক নির্বাচিত করায় আনন্দ মিছিল করেছে নিকলী উপজেলা ছাত্রদল ও বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নিকলী উপজেলা ছাত্রদলের আয়োজনে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার প্রধান সড়কগুলিতে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিল শেষে মিষ্টি বিতরন করা হয়।
নিকলীর উপজেলার দোয়ারহাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আহমেদ আলীর ছেলে মেহেদি হাসান হিমেল কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক নির্বাচিত করায় চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে একটি আনন্দ মিছিল বের হয়।নিকলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রনি আহমেদের নেতৃত্বে আনন্দ মিছিলটি নিকলীর প্রধান সড়কগুলো ঘুরে বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় কিশোরগন্জ জেলা বিএনপির সদস্য ও নিকলী উপজেলার সাবেক সাধারন সম্পাদক ডাঃ কফিল উদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও নিকলী উপজেলা বিএনপির সদস্য আসাদুজ্জামান মানিক,উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুন্ম আহবায়ক শরিফুল হক, উপজেলা কৃষকদলের সভাপতি নজরুল ইসলাম মেম্বার ও সাধারণ সম্পাদক কামরুল আহসান স্বাধীন,নিকলী উপজেলা জিসাসের আহ্বায়ক মিয়া হোসেন, উপজেলা ছাত্রদলের যুন্ম আহ্বায়ক সাদেকুর রহমান, ছাত্রদলের সদস্য গরীবে নেওয়াজ সহ ছাত্রদল নেতা সাকিব, শান্ত, মোঃ শরীফ, দুর্জয়, সুজন সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।