ধর্মপাশায় শ্রমিক কল্যান ফেডারেশনের দ্বি- বার্ষিক সম্মেলন
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৬:৩০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর ) সকাল ১১টায় উপজেলা মসজিদ প্রাঙ্গনে মাঈন উদ্দিন নাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফুর রহমান দুলাল,জেলা উপদেষ্টা আবু রাফি, উপজেলা উপদেষ্টা বোরহান উদ্দিন ও আব্দুল কাদির মাষ্টার প্রমুখ।
সভায় ধর্মপাশা উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের ১৫ সদস্য কমিটি গঠন করা হয়। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা মাঈন উদ্দিন নাহিদ ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম ।