পাইকগাছা-কয়রা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির কমিটি গঠন
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১০:৪৩ | অনলাইন সংস্করণ
রফিকুল ইসলাম(মাল্টিমিডিয়া প্রতিনিধি)পাইকগাছা :
পাইকগাছা কয়রা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির এক সভা শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা আল আমিন ক্লিনিকে ডাঃ মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব ডাঃ মুহাম্মদ কাওসার আলী গাজী, তৃপ্তি রঞ্জন সেন, জিএম শফিকুল ইসলাম, জিএম খাইরুল ইসলাম, সুরঞ্জন চক্রবর্তী, মোঃ রকিবুজ্জামান, এস রোহতাব উদ্দিন আহমেদ, মোঃ কামরুল ইসলাম, মোঃ শামসুল হক, কমলেশ মন্ডল, সুধাংশু কুমার, মোঃ রোকনুজ্জামান মিঠু, মোঃ লুৎফুর রহমান, মুর্শিদুল আলম খোকন, গৌতম সরকার, জয়ন্ত কুমার মন্ডল, আরিফুল ইসলাম, দেবাশীষ কুমার, নিত্যানন্দ সরকার, ডাঃ শাহাবুদ্দিন। এ সময় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সকলের সম্মতিতে উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদকে সভাপতি ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আলহাজ্ব ডাঃ মুহাম্মদ কওসার আলী গাজীকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।