মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ১০:৪৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) উপজেলার গনাইশার গ্রামে নানাবাড়িতে বেড়াতে গিয়ে বাড়ির পাশে পুকুরে ডুবে মোস্তাকিম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়। সে উপজেলরা বেতকা গ্রামের মো. পারভেজের ছেলে।
ওই শিশুর পরিবার জানায়, মোস্তাকিমকে খুঁজে না পেয়ে বাড়ির পাশে পুকুরে গিয়ে তার নানি দেখতে পান মোস্তাকিম পানিতে পড়ে গিয়ে ডুবে রয়েছে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, উপজেলার বড়াইল গ্রামে পানিতে ডুবে তানহা (৬) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের সেকুল শেখের মেয়ে।
তার পরিবার জানায়, পুকুরে হাত-পা ধুতে গিয়ে পা পিছলে পড়ে যায় তানহা। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমার বার্তা/জেএইচ